AMSE wallet

AMSE Wallet

Services by ART mission smart education

Details

আর্ট মিশন স্মার্ট এডুকেশনে প্রত্যেক স্টুডেন্টের ভর্তির সময় একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হয় যেটির নাম ART mission Student Wallet. এই অ্যাকাউন্ট -এ স্টুডেন্টরা কিছু টাকা/ব্যালেন্স জমা করে রাখতে পারে। সর্বনিম্ন ১০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত জমা রাখতে পারে। 

  1. স্টুডেন্ট এর প্রয়োজন বিশেষে যেকোনো সময়ে এই অ্যাকাউন্ট এর টাকা ব্যবহার করে আর্ট মিশন স্টোর থেকে খাতা, বই, পেন্সিল, পেন ইত্যাদি খুব সহজেই কিনতে পারে। 
  2. বিশেষ প্রয়োজনে স্টুডেন্ট তার অ্যাকাউন্ট থেকে জমা টাকা ক্যাশ হিসাবে যেকোনো সময় তুলে নিতে পারবে। 
  3. জমা খরচ, লেনদেন এর সমস্ত রেকর্ড কম্পিউটারে সেভ করে রাখা হয়। 
  4. জমা খরচ এর সমস্ত তথ্য Whatsapp এর মাধ্যমে পাঠানো হয়। 
  5. স্টুডেন্ট যেকোনো সময় এসে অফিস থেকে তার Wallet ব্যালেন্স চেক করতে পারবে।     
  6. অ্যাকাউন্ট এ জমা ব্যালেন্স এর মাধ্যমে প্রয়োজন বিশেষে স্টুডেন্ট তার Fees ও জমা দিতে পারবে।  
  7. এই সমস্ত সুবিধার মাধ্যমে আর্ট মিশন সমস্ত স্টুডেন্টদের জন্য একটি Wallet  পরিষেবা প্রদান করছে।প্রত্যেক স্টুডেন্টই এই Wallet পরিষেবার ব্যবহার করতে পারবে।

Help line:

+91 891 818 2249