Search
Login
Register
Ranaghat, India
+918918182249
Toggle navigation
Home
Courses
Notice/Post
Admission enquiry
About Us
Contact Us
Home
Courses
Notice/Post
Admission enquiry
About Us
Contact Us
Teaching license agreement/renewal form
(Commercial batch)
Please enable JavaScript in your browser to complete this form.
-
Step
1
of 2
Employee Name
*
EmployeeID
*
Agreement for the year:
*
2022
2022
2022
2023
2024
2025
Next
কিছু নিয়ম বিধি আমরা সকলেই পালন করে পঠন পাঠন প্রক্রিয়া সঞ্চালন করব:
আপনার সমস্ত ব্যাচের টোটাল স্টুডেন্ট FEES এর একটি নির্দিষ্ট পার্সেন্টেজ আপনাকে salary হিসেবে দেওয়া হবে।
*
Mark as read
সমস্ত স্টুডেন্ট এর Fees পেমেন্ট জমা পড়ার পর আপনাকে আপনার SALARY দেওয়া হবে। এই ক্ষেত্রে প্রত্যেক মাসের সর্বোচ্চ 12 তারিখ পর্যন্ত, ফোন কল, মেসেজ ইত্যাদির মাধ্যমে সম্পূর্ণ Fees তোলার চেষ্টা করা হবে, এই নির্দিষ্ট তারিখ পর্যন্ত যতগুলি স্টুডেন্ট এর fees উঠবে সেই হিসেবে আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে, যদি কয়েকজন বাকি থেকে যায় তাহলে বাকি FEES গুলি ক্লিয়ার হওয়ার পর অবশিষ্ট SALARY আপনার ওয়ালেট এ জমা করে দেওয়া হবে। (কোন আপৎকালীন বা জরুরি অবস্থায় আপনার যদি আগেই পেমেন্ট তোলার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে আপনি মাসের 10 তারিখের পর, যতজন স্টুডেন্ট পেমেন্ট করবে তার অনুপাতে আপনি কিছুটা পেমেন্ট তুলতে পারবেন)
*
Mark as read
আপনি একটি অথবা দুইটি বা তার বেশি ব্যাচ চালাতে পারেন, এর জন্য ব্যাচ অনুসারে আপনাকে যথার্থ পেমেন্ট করা হবে.
*
Mark as read
একটি ব্যাচে 10 থেকে 14 জন স্টুডেন্ট থাকবে। 11 জন এর বেশি হয়ে গেলে প্রত্যেকটি এডমিশন আপনার সঙ্গে পরামর্শ করে করানো হবে। কমার্শিয়াল ব্যাচ এর নিয়ম অনুসারে কোনো কারনে আপনার স্টুডেন্ট যদি কমে যায় তাহলে নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টের fees পেমেন্টের অনুসারে আপনি salary পাবেন। (commercial থেকে non-commercial ব্যাচ এ রূপান্তরিত করা যাবে না)
*
Mark as read
বছরে মোট 15 থেকে 16 টি ( নির্দিষ্ট বছরের ছুটির তালিকা অনুযায়ী) অফিশিয়াল ছুটি আপনি পাবেন ( এগুলির কোনো ব্যাকআপ ক্লাস দিতে হবে না )
*
Mark as read
এছাড়াও যদি আপনি কোনো ব্যক্তিগত কারণে ছুটি নেন তাহলে, প্রত্যেকটি ছুটি অনুযায়ী আপনাকে ব্যাকআপ ক্লাস করিয়ে দিতে হবে, স্টুডেন্টের প্রাপ্য ক্লাস আপনাকে বুঝিয়ে দিতে হবে (Recomanded) | এছাড়াও আপনি ইচ্ছা করলে ব্যক্তিগত ছুটির পরিবর্তে ব্যাকআপ ক্লাস নাও দিতে পারেন (Non recomandaded), এই ক্ষেত্রে কোন গার্জেন কমপ্লেন এলে সেটি সম্পূর্ণরূপে আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে, অথবা এই কারণবশত স্টুডেন্ট সংখ্যা কমতে থাকলে এক্ষেত্রে ইনস্টিটিউট কর্তৃপক্ষ কোন দায়ভার নেবে না।
*
Mark as read
ইনস্টিটিউট এর অবস্থান থেকে দুই কিলোমিটারের মধ্যে অর্থাৎ স্থানীয় এলাকায়, কোনো স্টুডেন্ট কে আপনি আপনার বাড়িতে অথবা অন্যত্র কোথাও পড়াতে পারবেন না বা Extra ক্লাস করাতে পারবেন না(Without any permission you cannot provide any additional services or You Cannot Charge any amount for any additional services*** ), | যেহেতু কোনো স্টুডেন্ট ভর্তি হওয়ার সময় তার সঙ্গে আর্ট মিশনের এক বছরের চুক্তি স্বাক্ষরিত হয়, সেহেতু সবার আগে ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে আপনাকে অনুমতি নিতে হবে বা বিষয়টি জানাতে হবে, এবং ইনস্টিটিউট এর গাইডলাইন ফলো করতে হবে। ( অন্যথায় আর্ট মিশন কর্তৃপক্ষ, আপনার "আর্ট মিশন টিচিং লাইসেন্স" এর এগ্রিমেন্ট ক্যানসেল করে দেবে )
*
Mark as read
আর্ট মিশনের সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং কর্তৃপক্ষ একত্রিতভাবে একটি ডোনেশনের মাধ্যমে শিক্ষক দিবসে ছাত্র-ছাত্রীদের খাওয়া-দাওয়ার ব্যবস্থাপনা ও আয়োজন করবে।
*
Mark as read
আর্ট মিশনের সঙ্গে আপনার এই JOB এগ্রিমেন্ট টি 12 মাস পর্যন্ত থাকবে, এই সময়সীমার মধ্যে আপনি JOB ছাড়তে পারবেন না, ( কোনো আপৎকালীন বা জরুরিকালীন অবস্থায় আপনি একটি লিখিত পত্রের মাধ্যমে আপনার JOB ছাড়তে পারবেন, এক্ষেত্রে আপনাকে অন্তত দুই মাস আগে কর্তৃপক্ষকে উপযুক্ত কারণ জানাতে হবে, কর্তৃপক্ষকে পরিবর্তিত একটি টিচার খোঁজার সময় দিতে হবে)।
*
Mark as read
যেহেতু এটি কমার্শিয়াল ব্যাচ, সেহেতু এই ব্যাচের সমস্ত দায় ভার টিচারের উপর থাকবে, অর্থাৎ গার্জেন ফিডব্যাক অথবা কমপ্লেইন আপনাকে সামলাতে হবে। যদি কোনো গার্জেনের ফিডব্যাক অথবা কমপ্লেন নিয়ে ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে আসে, সে ক্ষেত্রে ইনস্টিটিউট ওই নির্দিষ্ট গার্জেন কে আপনার সঙ্গে পরামর্শ করার নির্দেশ দেবে।
*
Mark as read
টিউশন ফিস হিসাবে একজন স্টুডেন্ট এর কাছ থেকে কত টাকা Fees চার্জ করা হবে, সেটি আপনি নির্দিষ্ট করতে পারবেন, এই ক্ষেত্রে আপনাকে ইনস্টিটিউট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ এবং আলোচনা করে নিতে হবে (আপনি আপনার স্টুডেন্ট Fees আলোচনার ভিত্তিতে বৃদ্ধি অথবা হ্রাস করতে পারবেন)
*
Mark as read
যেহেতু আপনি একজন responsible ক্লাস টিচার তাই আপনাকে ইনস্টিটিউটের বিশেষ কিছু অনুষ্ঠানে/ইভেন্টে উপস্থিত থাকতে হবে(Mandatory)। অনুষ্ঠান গুলি হলো -1. সরস্বতী পূজা, 2. স্বাধীনতা দিবস, 3. শিক্ষক দিবস, 4. Student farewell ceremony/New student welcome ceremony
*
Mark as read
ইনস্টিটিউটের Rules, regulation এবং Culture আপনি যথাযথভাবে পালন করবেন। আপনার স্টুডেন্ট এবং আপনার গার্জেন দের সঠিক এবং যথার্থ পরিষেবা দিয়ে সন্তুষ্ট রাখবেন, তাতে পরবর্তীতে আপনার স্টুডেন্ট বৃদ্ধির সম্ভাবনা প্রবল হবে।
*
Mark as read
সর্বোপরি আপনার মতামত জানান (নিচের একটি অপশন সিলেক্ট করুন):
*
Yes! I accept and Continue my job
No! I want to leave my Job at the end of this year
Section Divider
Submit