ড্রয়িং কম্পিটিশন 2022 | পাটুলী সংগ্রামী  সংঘ

শারদীয় শুভেচ্ছা

আগামী পয়লা অক্টোবর (1/10/2022)  শনিবার (ষষ্ঠীর দিন)  দুপুর তিনটার সময়  দুর্গাপূজা উপলক্ষে  পাটুলী সংগ্রামী  সংঘের পরিচালনায় একটি ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা হয়েছে।

  • ড্রয়িং কম্পিটিশনের বিষয়ঃ  যেমন খুশি আঁকো।
  • কম্পিটিশনটি পাটুলী বিদ্যামন্দির স্কুলের পূজা প্রাঙ্গণে হবে। (Time: 03:00 PM)
  • ড্রইং করার জন্য পেপার, ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রদান করা হবে।
  • কম্পিটিশনে অংশগ্রহণকারীকে  ড্রয়িং বোর্ড,  পেন্সিল,  রাবার,  কালার বক্স  ইত্যাদি সরঞ্জাম নিয়ে আসতে হবে।  

যারা কম্পিটিশনে অংশগ্রহণ করতে ইচ্ছুক  তারা উক্ত দিনে নির্দিষ্ট সময়ে  সরাসরি পাটুলী সংগ্রামী সংঘের পূজা প্রাঙ্গণে উপস্থিত থাকবে।